Getlike

Wednesday, June 26, 2024

টেক্সটাইল প্রিন্টিং কাকে বলে











টেক্সটাইল জগতে প্রিন্টিং একটি সুপরিচিত নাম। টেক্সটাইলে অল ওভার প্রিন্টিং সেক্টরে যারা কাজ করেন তারা অবশ্যই প্রিন্টিং কি এবং কাকে বলে কমবেশি ধারণা হয়তো সবারই আছে। কারণ কাপড় জগতে আমরা যে কাপড় পরিধান করি প্রিন্টের ছোয়া সব ক্ষেত্রেই তা দেখা যায়। তাই আসুন টেক্সটাইলে প্রিন্টিং কাকে বলে বিস্তারিত জেনে নেই। প্রিন্টিং শব্দটি একটি লেটিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ হলো প্রেসিং বা চাপ দেওয়া । ইহা একটি একটি পদ্ধতিকে বোঝায় ।যা চাপ দেওয়া প্রক্রিয়াকে ব্যবহার করে। । টেক্সটাইল প্রিন্টিং হলো কোন ফেব্রিকের বিভিন্ন স্থান স্থায়ীভাবে রঙের বিভিন্ন প্যাটার্ন বা ডিজাইন অনুযায়ী রঙিন করার প্রক্রিয়া যেখানে রঙিন পদার্থ হিসাবে ডাই পিগমেন্ট বা অন্যান্য সংশ্লিষ্ট কেমিক্যাল বা পদার্থ ব্যবহার করা হয়। আরো সহজ ভাষায় বলতে গেলে কাপড়ের কোনো ফিনিসড পন্যের উপর বিভিন্ন রঙের প্যাটার্ন বা ডিজাইন প্রয়োগ করে কাপড়কে সজ্জিত করার পদ্ধতি হলো প্রিন্টিং । সঠিকভাবে প্রিন্ট কাপড়ে রঙ কাপড়ের ফাইবারের সাথে এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যাতে তা সূর্যলোক বা পানির সংস্পর্শে আসলেও উক্ত প্রিন্টের রঙ ধরে রাখতে পারে। 

 চলবে............

No comments:

Post a Comment

টেক্সটাইল প্রিন্টিং কাকে বলে

টেক্সটাইল জগতে প্রিন্টিং একটি সুপরিচিত নাম। টেক্সটাইলে অল ওভার প্রিন্টিং সেক্টরে যারা কাজ করেন তারা অবশ্যই প্রিন্টিং কি এবং কাকে বলে ...